ন্যায্য নিয়োগের দাবি তুলে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে নার্সিং পড়ুয়াদের বিক্ষোভ

0
1

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)বাড়ি থেকে কিছুটা দূরে বিক্ষোভে বসেন রাজ্যের নার্সিং (Nurshing home)পড়ুয়ারা। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জ (Hingalgunj)গেছেন, তবু তাঁর বাড়ির সামনেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার দাবি তুলে বিক্ষোভে বসেন রাজ্যের নার্সিং পড়ুয়ারা। তাদের এই বিক্ষোভ সরাতে পুলিশের (Kolkata Police)তরফ থেকে সহযোগিতা করার অনুরোধ করা হলেও সেই কথায় বিন্দুমাত্র কর্ণপাত করেননি বিক্ষোভরত নার্সিং পড়ুয়ারা। হাজরা মোড় (Hazra More)অবরুদ্ধ করে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করলে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ কার্যত বাধ্য হয়েই বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে।

চাকরিপ্রার্থীদের অভিযোগ নার্সিং-এর নিয়োগ পরীক্ষায় ন্যায্যভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও অনেকেই এখনো নিয়োগপত্র পাননি। অথচ তালিকায় পিছনের দিকে যাঁদের নাম ছিল তাঁরা চাকরি পেয়ে গেছেন। এক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে নিশানা করেন তাঁরা। এরই প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান নার্সিং পড়ুয়ারা।