প্রেমিকাকে খু*ন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে! চঞ্চল্যকর ঘটনা খড়গপুরে

0
3

প্রেমিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের ওপর। ঘটনাটি ঘটেছে খড়গপুরের ভালুকমচা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার(Arrest) করেছে পুলিশ(Police)। যদিও অভিযুক্ত প্রেমিকের দাবি অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে তার প্রেমিকার। জানা গিয়েছে মৃতার নাম পবিত্রা সিং(Pavitra Singh)।

জানা গিয়েছে, এলাকারই বাসিন্দা প্রেমিক অতনু সিং এর সঙ্গে সম্পর্ক ছিল পবিত্র সিং এর। স্থানীয় সূত্রে খবর, দু’জনেই বিবাহিত হওয়া সত্ত্বেও প্রেমের টানে বাড়ি ছেড়ে এলাকা থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে সংসার পাতেন তারা। বিয়ে না হলেও একসঙ্গে থাকতেন দুজনে। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন পবিত্রা। তাঁকে খড়গপুর হাসপাতালে ভরতি করা হয়েছিল। সুস্থ হতে বাড়ি ফেরেন। সোমবার রাতে হঠাৎই প্রতিবেশীরা অভিযোগ করেন, অতনু তার প্রেমিকাকে খুন করেছে। দেহ পুঁতে দিয়েছে। রাতেই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে গ্রেপ্তার করে অতনুকে। অভিযুক্তের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।

পুলিশকে দেওয়া বিবৃতিতে ধৃতদের দাবি, সোমবার প্রেমিকাকে দেখে কাজে যান অতনু। ঘরে ফিরে দেখেন পবিত্র মারা গিয়েছে। এরপর দেহ সৎকারের জন্য প্রতিবেশীদের তিনি খবর দিলে কেউ এগিয়ে আসেনি। যার ফলে মৃতদেহ পুঁতে দেন অতনু। তবে প্রতিবেশীরা দাবি করে পবিত্রাকে খুন করা হয়েছে। পুলিশে তরফে জানানো হয়েছে এই মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হবে এবং গোটা ঘটনার তদন্ত হবে।