রাজ্যের গণতন্ত্রের হাল বোঝাতে অভিনব ‘পুস্তিকা’ আকারে তালিকা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ পুস্তিকার নাম ‘১৯৫৬’। মঙ্গলবার দুপুরে বিধানসভায় সেই পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন খোদ বিরোধী দলনেতা।তার কথায়, ৫ মে ২০২১ থেকে চলতি মাসের ২৭ নভেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা একাধিক এফআইআর-এর বিস্তারিত তালিকা তুলে ধরা হবে।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, তথাকথিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্য সরকার তার বিরুদ্ধে যে মামলাগুলি করেছে তার একটি সংকলন বই আকারে তিনি প্রকাশ করেছেন। এমনকি তিনি একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করে বলেছেন ওই দিন পর্যন্ত তার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। তারপর থেকেই তার বিরুদ্ধে একটার পর একটা মামলা হয়েছে। যো সময়ের কথা বলছেন তখন তিনি কোন দলে ছিলেন ? কটাক্ষ কুণালের।
শুভেন্দুর দাবি, নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে পরাজিত করার পর থেকেই আমার বিরুদ্ধে ২৭টি মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। সেই সমস্ত মামলার বিস্তারিত উল্লেখ করেই আমার এই পুস্তিকা। এদিন কুণাল স্পষ্ট বলেন, শুভেন্দু অধিকারী ওই বইতে আগে দুটো জিনিস যোগ করুন। এক, তিনি তৃণমূলে থাকতে তার পরিবারের সদস্য এবং তিনি নিজে, কী কী সুযোগ সুবিধা নিয়েছেন, কতগুলি পদ পেয়েছিলেন। আর তার নাম যে নারদা মামলায় সিবিআইয়ের এফআইআর-এ আছে তা উল্লেখ করুন ! না হলে ওই বই অসম্পূর্ণ, ছেঁড়া কাগজের সমান।