সোমবার রাতে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর রাস্তা পাঁকা করেছে পর্তুগাল। পর্তুগালের প্রথম গোলটি নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গোলটি কার? সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চায়। গোলটি রোনাল্ডোর? না কি ব্রুনো ফার্নান্ডেজের? এই নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।
সোমবার পর্তুগাল বনাম উরুগুয়ের খেলার ৫৪ মিনিটে পর্তুগাল এগিয়ে যায়। ব্রুনো ফার্নান্ডেজের ক্রস থেকে রোনাল্ডো হেডে গোলটি করেছেন বলে প্রাথমিকভাবে মনে করেছিলেন সবাই। গোল উদযাপন করতে শুরু করে দেন ‘সিআর সেভেন’ও। কিন্তু পরে সেই গোল ব্রুনো ফার্নান্ডেজের নামে দেওয়া। আর এবার এই নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন ব্রুনো ফার্নান্ডেজ।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ব্রুনো ফার্নান্ডেজ বলেন,” আমার মনে হয় রোনাল্ডোর মাথা ছুঁয়েছিল বলটা। গোলটা ওরই।”
আরও পড়ুন:রোনাল্ডোর মতন পায়ের ম্যাজিক পেতে কি করলেন রডরিগো? রইল ভিডিও