বিধানসভায় স্পিকারের কাছে “ধমক” খেলেন হুমায়ুন কবীর! কিন্তু কেন?

0
4

এবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমক খেলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অধিবেশন চলাকালীন “গল্প করা” ও কথা বলার জন্য তাঁকে ধমক দেন স্পিকার। নিজের আসন ছেড়ে অন্য জায়গায় গিয়ে কথা বলছিলেন তিনি। যা স্পিকারের নজরে এড়ায়নি।

আজ, মঙ্গলবার শীতকালীন অধিবেশন চলাকালীন বিধানসভায় নিজের জায়গা ছেড়ে ফিরহাদ হাকিমের আসনের কাছে গিয়ে কথা বলছিলেন হুমায়ুন কবীর। ফিরহাদ হাকিমের কাছে এসে পিছন ফিরে কথা বলছিলেন তিনি। দীর্ঘক্ষণ হাউজের দিকে পিছন ফিরে কথা বলতে ব্যস্ত থাকার জন্যই ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়। ধমক দেন হুমায়ুন কবীরকে। তখনই তিনি নিজের আসনে গিয়ে বসে পড়েন।

উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে দিল্লিতে তলব করেছে ইডি। তাঁকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা সূত্রে খবর, গরুপাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে তাদের হাতে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে।। যেখানে মুর্শিদাবাদের পুলিশ সুপার থাকাকালীন হুমায়ুন কবীর ওইসব বিষয়ে ঠিক কী কী জানতেন, সেটা জানতেই এই তলব বলে মনে করা হচ্ছে।