বিরাটির মহাজাতি নগর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদধ হয়ে মৃত্যু হল ২ জনের। গুরুতর অবস্থায় ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। প্রাথমিক তদন্তে এয়ারপোর্ট পুলিশের অনুমান, শর্টসার্কিট থকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:রাজাবাজারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন! আতঙ্ক ছড়াল INTTUC-র আয়োজিত রক্তদান শিবিরে
প্রত্যক্ষদর্শীদের কথায়, ভোররাতে আচমকাই বাড়িটির ভিতর থেকেই বিকট আওয়াজ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে বাড়ির লোককে ডাকাডাকি করা হয়। তারপরই বাড়ির দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে বাড়িতে থাকা বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বাবা-মাকে উদ্ধার করে। এদের মধ্যে বাবা ও ছেলেকে সংজ্ঞাহীনভাবে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁদের দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। কী ভাবে আগুন লেগেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে এখনও করে কিছু জানানো হয়নি। আগুন লাগার ঘটনায় তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ।
পুলিশের তরফে জানান হয়েছে, বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় (৫৯) একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। তাঁর বাবার বয়স ৯২ বছর।রেলের প্রাক্তন কর্মী ছিলেন তিনি।