রক্তদান শিবিরকে কেন্দ্র করে TMCP-SFI সংঘর্ষ কুলটি কলেজে

0
1

রক্তদান শিবিরকে(Blood Donation Camp) কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ(TMCP) ও এসএফআইয়ের(SFI) সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কুলটি কলেজ(Kulti College)। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এসএফআইয়ের তরফে কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তৃণমূলকে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে বামেদের বিরুদ্ধে। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বামেদের সঙ্গে বচসা বাধে তৃণমূল ছাত্র পরিষদের। ক্রমেই তা হাতাহাতির রূপ নেয়। ঘটনার জেরে আহত হন বেশ কয়েকজন।

এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বামেরা। যদিও ছাত্রপরিষদের তরফে জানানো হয়েছে, ছাত্র ইউনিয়নকে না জানিয়ে রক্তদানের আয়োজন করা হয়েছিল। কলেজ ক্যাম্পাসে এই ভাবে অনুষ্ঠান করা যায় না। উলটে ওই অনুষ্ঠানে তৃণমূলের বিরুদ্ধে কুমন্তব্য করা হচ্ছিল। তবে কাউকে মারধর করা হয়নি।
যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, ভুল বোঝাবুঝিতে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। পরে সমস্ত সমস্যা মিটে গেছে। এদিকে এই অশান্তির খবর পেয়ে সেখানে পৌঁছয় কুলটি থানার পুলিশ। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। খবর পেয়ে বিকেলে কুলটি থানায় হাজির হন ডিওয়াইএফআইয়ের রাজ্যসভা নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশকে তাঁদের খুঁজে বের করতে হবে।