টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের লজ্জাজনক হারের পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি টি-২০ ফর্ম্যাট থেকে অধিনায়কত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া নিয়ে ওঠে আওয়াজ। আর এবার জানা যাচ্ছে রোহিত শর্মার হাত থেকে সরতে চলেছে নেতৃত্বের ভার। টি-২০ ফর্ম্যাটের নেতৃত্বের ভার উঠতে চলেছে হার্দিকের হাতে। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদসংস্থর।
বিসিসিআই-এর ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে এক সর্বসংস্থার খবর অনুযায়ী- একেবারে নতুন একটি দলকে পরবর্তী সংস্করণের জন্য মাঠে নামনো হবে, যারা ২০২৪ সালে বিশ্বকাপে অংশ নেবে। সেখানে আরও বলা হয়েছে যে, টি-২০ ফর্ম্যাটের জন্য হার্দিক পান্ডিয়াকে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে।
এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা বলেন,”বোর্ড কাউকে অবসর নিতে বলে না। সেটা যার যার নিজের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, আগামী বছর খুব বেশি টি-২০ ম্যাচ নেই। সিনিয়রদের এক দিনের ক্রিকেট এবং টেস্টেই বেশি করে খেলতে হবে।”
এখানেই না থেমে তিনি আরও বলেন,” অবসর ঘোষণা করতে না চাইলে না-ই করতে পারে কেউ। কিন্তু আগামী বছর টি-২০ সিনিয়রদের দেখা যাবে না।”
আরও পড়ুন:মেক্সিকো মাচের পর ফুরফুরে মেজাজে আর্জেন্তিনা দল, সতীর্থদের জন্য রান্না করলেন মেসি