মিনাখাঁ ও কেশপুর বিস্ফোরণের তদন্তে বড় নির্দেশ হাই কার্টের

0
1

সাঁইথিয়ার পর মিনাখাঁ ও কেশপুরে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তভার নেবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।  এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:সাঁইথিয়ায় বোমা বিস্ফো*রণের তদন্ত NIA করবে কি না সিদ্ধান্ত নেবে কেন্দ্র: হাইকোর্ট

এদিন আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে,  ইতিমধ্যে মিনাখাঁ নিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য সরকার। কেশপুর নিয়েও দ্রুত রিপোর্ট পাঠানো হবে।আইনজীবীর কথা শোনার পর উচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর উত্তর ২৪ পরগনার মিনাখাঁ এবং ১৭ নভেম্বর পশ্চিম মেদিনীপুর কেশপুরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মিনাখাঁয় মৃত্যু হয় এক নাবালিকার। কেশপুরে বিস্ফোরণে গুরুতর আহত হন রফিকুল আলম নামে এক তৃণমূল কর্মী। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। বিষয়টি নিয়ে হাই কোর্টেও মামলা হয়।

এর আগে সাঁইথিয়া বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত করবে কিনা, তা সিদ্ধান্ত নেবে কেন্দ্র বলে জানিয়েছিল হাই কোর্ট। এবার  মিনাখাঁ এবং কেশপুরের বিস্ফোরণের ঘটনাতেও এনআইএ তদন্তের বিষয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাই কোর্টের।