অনুব্রত মণ্ডলের মামলা নিয়ে বেশ কয়েকবার নাম উঠে এসেছে শতাব্দী রায়ের। এবার যে আদালতে অনুব্রত মণ্ডলের মামলা চলছে সেখানেই দেখা গেল শতাব্দী রায়কে। তবে সাক্ষী হিসাবে নয়, সরাসরি আইনজীবীর বেশে সেই আদালতেই হাজির শতাব্দী রায়(Satabdi Roy)!

আসল ঘটনাটা অন্যরকম। আদালতে কোনও সওয়াল জবাব করলে আসেননি শতাব্দী রায়। এসেছিলেন ছবির শ্যুটিং-এ। আসানসোল আদালতেই চলছে তাঁর ছবির শ্যুটিং। সেখানেই তাঁকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়। আর সেই শ্যুটিং স্পটের ২০০ মিটার দূরত্বেই আসানসোল সংশোধনাগারে রয়েছেন অনুব্রত মণ্ডল। সেখানেই দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত একটি হিন্দি সিনেমার শ্যুটিং করতে হাজির হয়েছেন শতাব্দী(Satabdi Roy)। ছবির নাম ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’। শতাব্দী সাংবাদিকদের মুখোমুখি হতেই কেষ্ট প্রসঙ্গ উঠে আসে। তাঁর সংক্ষিপ্ত জবাব, আইন আইনের পথেই চলছে। আইনি লড়াইও চলবে।
এই ছবিতেই তাঁকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়। এই হিন্দি সিনেমাতে কোর্টরুমের গল্প দেখানো হবে। তিন দশকের একটি পুরনো মামলা লড়তে দেখা যাবে শতাব্দীকে। এই ছবিতেই রয়েছেন কবীর বেদী, জাভেদ জাফরি, রাজেশ খট্টর, জাকির হুসেনের মতো অভিনেতারা। এবার রাজনীতি নয় বড়পর্দাতেও তাঁকে দেখা যাবে। রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় বহুদিন তিনি সিনেমাজগত থেকে দূরে ছিলেন। এবার ফের সিনেমাতে আত্মপ্রকাশ করতে চলেছেন শতাব্দী রায়।
আরও পড়ুন- বিধানসভায় মমতা-শুভেন্দু সৌজন্য: ‘গোঁসা করে’ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি রাজকমলের






































































































































