নজির গড়লেন রুতুরাজ গায়কোয়াড, এক ওভারে মারলেন ৭ টি ছয়

0
1

ক্রিকেটে অনন‍্য নজির গড়লেন রুতুরাজ গায়কোয়াড। এদিন বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে ইতিহাস তৈরি করলেন তিনি। এক ওভারে ৭ টি ছয় মারলেন রুতুরাজ। টপকে গেলেন যুবরাজ সিং-কে। শুধু তাই নয় এক ইনিংসে ১৬টি ছয় হাঁকান রুতুরাজ।

সোমবার বিজয় হাজারে ট্রফিতে কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলতে নামে মহারাষ্ট্র। সেখানেই প্রথমে ব‍্যাট করতে নেমে ৩৩০ রান করে মহারাষ্ট্র। সৌজন্যে রুতুরাজের ঝড়ো ইনিংস। ২২০ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি। ইনিংসটি সাজান ১০টি চার এবং ১৬টি ছক্কা দিয়ে। তার মধ্যে এক ওভারেই মারলেন ৭টি ছক্কা। ম্যাচের ৪৯তম ওভারে এই কীর্তি গড়লেন তিনি।

বিশ্ব ক্রিকেটে এক ওভারে ৭টি ছক্কা মারার ঘটনা এই প্রথম। এক ওভারে ৬টি ছক্কা মেরেছেন বেশ কয়েক জন ক্রিকেটার। ভারতের মধ‍্যে অন‍্যতম যুবরাজ সিং।

আরও পড়ুন:আজ বিশ্বকাপে রোনাল্ডো বনাম সুয়ারেজের লড়াই