১) প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর বিরুদ্ধে দুরন্ত জয় পেল আর্জেন্তিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারাল লিওনেল মেসির দল। আর্জেন্তাইনদের হয়ে গোল মেসি এবং ফের্নান্দেসের। এই জয়ের ফলে শেষ ষোলোর রাস্তা বাঁচিয়ে রাখল মেসির আর্জেন্তিনা।
২) মেক্সিকোর বিরুদ্ধে গোলের পরই অনন্য রেকর্ড গড়লেন মেসি। ছুঁয়ে ফেললেন মারাদোনাকে। বিশ্বকাপে ২১ ম্যাচে ৮ গোল করলেন মেসি। সমসংখ্যক ২১ ম্যাচে ৮ গোল মারাদোনারও।
৩) ফের জয়ের রাস্তায় ফিরল এটিকে মোহনবাগান। এদিন হায়দরাবাদ এফসিকে হারাল ১-০ গোলে। গোলদাতা হুগো বৌমোস। চতুর্থ জয় পেয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠল মোহনবাগান। হায়দরাবাদ ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরেই থাকল।
৪) তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। ম্যাচের ২৩ মিনিটে গোল করে অস্ট্রেলিয়াকে ১-০ গোল এগিয়ে দেন মিচেল ডিউক।
৫) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ফ্রান্স। এদিন এরিকসনদের ২-১ গোলে হারাল দিদিয়ের দেশঁর দল। ফ্রান্সের হয়ে জোড়া গোল এমবাপের।
আরও পড়ুন:বিশ্বকাপে জয়ে ফিরল আর্জেন্তিনা, মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জিতল মেসির দল, গোল পেলেন লিও