রাজনীতির পাশাপাশি এবার সিনেমার পর্দায় তৃণমূলের এই নেতা!

0
1

একদিকে সিনেমা করছেন. অন্যদিকে রাজনীতিও। এমন দৃষ্টান্ত রয়েছে বলিউড-টলিউড সর্বত্রই। সিনেমা করার পাশাপাশি রাজনীতির ময়দানেও সমানভাবে সক্রিয় অনেক অভিনেতা-অভিনেত্রী। এবার হতে চলেছে এর ঠিক উল্টো। রাজনীতির ময়দানে দাপট দেখানো তৃণমূল নেতাকে (TMC Leader) এবার দেখা যাবে সিনেমার পর্দায়। অবাক হলেও এটাই সত্যি। তিনি অভিনয় করছেন।

কোচবিহার জেলার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ অভিনয় করছেন চুটিয়ে। দরিদ্র পিতার ভূমিকায় ‘শূন্য হৃদয়’ নামক একটি ছবিতে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শুটিংয়ের কাজ। প্রথম দিন শুটিং হয় কোচবিহার শহরের রেল গেটে এলাকার একটি বাড়িতে। রবীন্দ্রনাথ ঘোষের ছেলের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা যুবরাজ খান।

অন্যদিকে এলাকায় শুটিং শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়তে ভিড় জমান সাধারণ মানুষ। ছবির শুটিং দেখতে তাঁরা জড়ো হন কোচবিহার শহরের রেল গেটে এলাকায়। শুটিংয়ে অভিনয় উপভোগ করছেন তিনি। লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝে বলছেন সংলাপ। নতুন কাজ নিয়ে কেমন লাগছে তৃণমূল নেতার? এই বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান, ‘অভিনয় করে খুব ভাল লেগেছে, এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। 

 আরও পড়ুন- ‘ডিএ নিয়ে রাজ্য সরকার সহানুভূতিশীল’, জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য