চোট নিয়ে কী বললেন নেইমার?

0
3

সার্বিয়া ম‍্যাচে গোড়ালিতে চোট পাওয়ার কারণে গ্রুপ পর্বের বাকি দু’ম‍্যাচ থেকে ছিটকে গিয়েছেন নেইমার জুনিয়র। এমনটাই রিপোর্ট বিদেশি সংবাদসংস্থার গুলোর। আর এরপরই নিজের চোট নিয়ে বিরাট বার্তা দিলেন স্বয়ং নেইমার। বললেন, হ্যাঁ, চোট রয়েছে আমার। কষ্ট হচ্ছে। ফিরে আসার সুযোগ রয়েছে আমার। সেই চেষ্টা আমি করব।

নেইমারের চোটের খবর প্রকাশ পেতেই নিজের সোশ্যাল মিডিয়ায় নেইমার লেখেন,” ব্রাজিলের জার্সি পরার গর্ব এবং ভালবাসা বোঝানো সম্ভব নয়। আমাকে যদি ঈশ্বর জিজ্ঞেস করেন কোন দেশে জন্ম নিতে চাও, আমি বলব ব্রাজিল। আমি জীবনে কিছু সহজে পেয়ে গিয়েছি, এমন নয়। আমাকে সব সময় নিজের স্বপ্ন এবং লক্ষ্যের দিকে দৌড়তে হয়েছে। কখনও কারও খারাপ চাইনি। সকলকে সাহায্য করার চেষ্টা করেছি। আমার জীবনের আরও একটা কঠিন সময়। আবার একটা বিশ্বকাপেই চোট পেলাম। হ্যাঁ, চোট রয়েছে আমার। কষ্ট হচ্ছে। ফিরে আসার সুযোগ রয়েছে আমার। সেই চেষ্টা আমি করব। দেশ, সতীর্থ এবং নিজের জন্য ফিরে আসতে হবে। আমাকে এই ভাবে মারার জন্য শত্রুদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। আমি ঈশ্বরের পুত্র, তাঁর উপর বিশ্বাস আছে আমার।”

বিশ্বকাপের প্রথম ম‍্যাচে সার্বিয়া বিরুদ্ধে চোট পেয়ে ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন নেইমার।গোড়ালিতে লাগে তাঁর।

আরও পড়ুন:বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে ফ্রান্স, প্রতিপক্ষ শক্তিশালী ডেনমার্ক