সাতসকালে ধুন্ধুমার ধুপগুড়িতে, পরপর ৮ জনকে ছু*রির কো*প যুবকের

0
1

শনিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির (Dhupguri) বানারহাট এলাকায়। স্থানীয়রা বলছেন শনিবার সকালে আচমটাই তইজুল ইসলাম (Taijul Islam) নামে এক যুবক পরপর ৮ জনকে ছুরি হাতে নিয়ে আক্রমণ (Knife Attack) করেন। এলাকাবাসী অভিযোগ করছেন যাকেই সামনে পেয়েছেন তাকেই ছু*রি (Knife) দিয়ে আঘাত করেছেন ওই যুবক। কিন্তু কেন তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন তা এখনও পরিষ্কার নয় তবে পুলিশের(Police) প্রাথমিক অনুমান ওই যুবক মানসিক ভারসাম্যহীন (Mentally challenged) ।

বানারহাট ব্লকের (Banarhat block) সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সজনাপাড়া এলাকায় ছু*রি নিয়ে হামলা চালানোর অভিযোগ তইজুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নূর হোসেন, ফরিদুল ইসলাম, মনিজা খাতুন ও রপিনা খাতুন নামের সেই চারজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। পরে এলাকার বাসিন্দারা একসঙ্গে ধরে ওই যুবককে গণপিটুনি দেন বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।