দুর্ঘটনার কবলে মিঠুনের গাড়ি, নিরাপদে আছেন বিজেপি নেতা

0
3

দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর গাড়ি। শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আসানসোলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি নেতার গাড়ি। সামনে হঠাৎ সাইকেল চলে আসায় বিজেপি নেতার গাড়ি ব্রেক কষায় দুর্ঘটনা। তবে মিঠুন বা তাঁর সঙ্গে থাকা সবাই সুরক্ষিত আছেন। যদিও তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাঁকুড়ায় কর্মসূচি শেষ করে শনিবার আসানসোল যাচ্ছিলেন মিঠুন। নিরাপত্তার জন্য মিঠুনের আগে ও পরে ছিল আরও একাধিক গাড়ি। বিষ্ণুপুর ছাড়ার পরেই একটি তিন মাথার মোড়ে আচমকাই মিঠুনের কনভয়ের সামনে চলে আসে একটি সাইকেল। তাঁকে বাঁচাতে গিয়ে ব্রেক কষে কনভয়ের একে বারে সামনে থাকা গাড়িটি। যদিও মিঠুন ও গাড়ির আরোহীরা সুরক্ষিতই আছেন। তবে মিঠুনের গাড়ির সামনের অংশ খুলে ঝুলতে থাকে।

আরও পড়ুন- গণতন্ত্রকে হ*ত্যার চেষ্টা, বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত বরদাস্ত নয়: সংবিধান দিবসে পথে প্রতিবাদে TMCP