গণতন্ত্রকে হ*ত্যার চেষ্টা, বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত বরদাস্ত নয়: সংবিধান দিবসে পথে প্রতিবাদে TMCP

0
3

সংবিধান দিবস (Constitution Day) উপলক্ষে শনিবার শহর কলকাতায় মিছিল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP)। কেন্দ্রীয় সরকারের (Central Government) একাধিক কালা আইন এবং স্বৈরাচারী মনোভাবের বিরোধিতায় এদিন বিকেলে মিছিল করে ছাত্র যুবরা। পাশাপাশি বিজেপির (BJP) বঙ্গভঙ্গের চক্রান্তকে ব্যর্থ করার ডাক দেন মিছিলে অংশগ্রহণকারীরা। তাঁদের অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে হিংসার রাজনীতিতে মত্ত হয়ে উঠেছে। এছাড়া ধর্মের রাজনীতি যে বাংলার মানুষ কোনওমতেই মেনে নেবেনা তাও এদিনের মিছিল থেকে স্পষ্ট করে দেওয়া হয়। এদিন ওয়েলিংটন থেকে শুরু হয় মিছিল। শেষ হয় রানি রাসমণি রোডে।

মিছিলে উপস্থিত তৃণমূল ছাত্রযুবরা জাতীয় আইন দিবস (National Law Day) তথা সংবিধান দিবস উপলক্ষে দেশের মানুষের গনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন।

উল্লেখ্য, ২৬ নভেম্বর দিনটি জাতীয় সংবিধান দিবস এবং জাতীয় আইন দিবস হিসাবে সারা দেশে পালিত হয়। প্রকৃতপক্ষে, ২৬ নভেম্বর ১৯৪৯ তারিখে, সংবিধান গৃহীত হয়েছিল এবং জাতির জন্য উৎসর্গ করা হয়েছিল। এরপর ২৬ জানুয়ারি ১৯৫০ সালে তা বাস্তবায়িত হয়। তাই প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়।