লড়াই শেষ, প্রয়াত বলিউড অভিনেতা বিক্রম গোখলে

0
1

মৃ*ত্যুর সঙ্গে পাঞ্জা শেষ। প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে (Bikram Gokhle)। মৃ*ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সম্প্রতি গুরুতর (Critically Ill) অসুস্থ হয়ে পুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিক্রম গোখলে। শারীরিক অবস্থার অবনতির কারণে ভেন্টিলেশনে (Ventilation) ছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন বলে খবর এসেছিল হাসপাতাল সূত্রে। কিন্তু শেষরক্ষা হল না।

গতকাল, শুক্রবার ফের শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু হয় তাঁর। চিকিৎসকদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজ, শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিক্রম গোখলে। সন্ধ্যায় পুনের বৈকুন্ঠ শ্বশ্মানে তাঁর শেষকৃত্য (Funeral) সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।

বিক্রম গোখলে ছিলেন বলিউডের অত্যন্ত পরিচিত মুখ। তাঁর ফিল্মি কেরিয়ার দীর্ঘ। বহু হিন্দি সিনেমায় জনপ্রিয় তারকাদের সঙ্গে একই পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। পারওয়ানা, হাম দিল দে চুকে সনম, খুদা গাওয়াহ, অগ্নিপথের মত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন বিক্রম গোখলে। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।