স্নায়ুর যুদ্ধে আর্জেন্তিনা-মেক্সিকো! মাঠের লড়াইয়ের আগে সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

0
2

অঘটনের বিশ্বকাপে শনিবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আর্জেন্তিনা-মেক্সিকো। বিশ্বকাপের আসরে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে মেসিদের। প্রথম ম্যাচে যে সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্তিনা! আর মেক্সিকো ড্র করেছে পোল্যান্ডের বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবেই ফুটবলারদের মতো দু’দেশের সমর্থকরাও বিশাল টেনশনে।

এদিকে সংঘর্ষে জড়ালেন আর্জেন্তিনা ও মেক্সিকোর সমর্থকরা। মাঠে নামার আগেই প্রকাশ্য রাস্তায় সংঘর্ষে জড়ালেন তাঁরা। চলে কিল-চড়-ঘুষি-লাথি। যে জায়গায় সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে সেই সময়ে সেখানে কোনও পুলিশ মোতায়েন ছিল না। তবে এই ঘটনার পর কাতারে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

শনিবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে বারোটায় দোহার লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি হবে। সেই চত্ত্বরেও নিরাপত্তা নিয়ে সতর্ক আয়োজকরা। এমনিতেই সৌদি আরবের কাছে হারের পর সেই দেশের সমর্থকদের টিপ্পনি হজম করতে হয়েছে আর্জেন্তাইন সমর্থকদের।

আরও পড়ুন:ম্যাসাজ তো ছোট বিষয়, প্রভাবশালীরা যৌ*ন চাহিদা মেটানোর সুযোগও পান তিহার জেলে! বললেন প্রাক্তন কারাকর্তা