মেট্রোর জমিতে বিজ্ঞাপনেও পুরসভাকে লাইসেন্স ফি: ফিরহাদ

0
1

আয় বাড়ানোর লক্ষ্যে নয়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। মেট্রোর জমিতে বিজ্ঞাপন দিতে গেলেও এবার বিজ্ঞাপনদাতাকে লাইসেন্স ফি (License Fee) দিতে হবে পুরসভাকে। কলকাতা পুরসভার (KMC) সংশোধিত আইনে এই বিধি যুক্ত করা হচ্ছে। বিধানসভায় এই সংক্রান্ত ‘দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন’, সংশোধনী বিল পাশ হয়েছে। পরে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সাংবাদিকদের বলেন, ইতিমধ্যেই মেট্রো রেল কতৃপক্ষকে পাঁচশো কোটি টাকার লাইসেন্স ফি মকুব করে দেওয়া হয়েছে। কিন্তু রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এখন থেকে মেট্রো রেলের অধীনে থাকা জায়গায় বিজ্ঞাপন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে লাইসেন্স ফি দিতে হবে ।