কাতারে স্টেডিয়াম পরিষ্কার করে নজির গড়লেন জাপানের সমর্থকরা

0
2

কাতারে বসেছে চলছে বিশ্বকাপ ফুটবলের  লড়াই। কিন্তু এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটে চলেছে। এবারের বিশ্বকাপে জার্মানির মতো দল হেরে গিয়েছে জাপানের কাছে। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমী দর্শকের কাছে এই ঘটনা নিতান্তই বড় ধাক্কা। বুধবার জার্মানিকে জাপান ২-১ গোলে হারিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই জাপান জিতে যাবার পর উল্লাসে ফেটে পড়েছেন সমর্থকরা, কিন্তু তার মধ্যেও তাঁরা নিজেদের কাজ করতে ভুললেন না।

একদিকে যেমন তাঁরা স্টেডিয়ামে থেকে দলের জন্য গলা ফাটালেন, সেরকমই বুধবার খেলা শেষ হওয়ার পর অন্যান্যরা যখন বাড়ির দিকে পা বাড়াচ্ছেন সেসময় জাপান সমর্থকরা ব্যস্ত রইলেন স্টেডিয়াম পরিষ্কার করার কাজে। স্টেডিয়ামের যত্রতত্র যাবতীয় জঞ্জাল যেগুলি পড়েছিল, সেগুলি তাঁরা তুলে স্টেডিয়াম পরিষ্কার করে তারপর বাইরে যায়। খুব স্বাভাবিকভাবেই জাপান সমর্থকদের এই উদ্যোগ নজর কেড়েছে সারা বিশ্ববাসীর। প্রশংসায় ভেসে যাচ্ছেন তাঁরা।

তবে এবারই প্রথম নয়, এর আগেও এমন কাজ করেছেন জাপান সমর্থকরা।