কুয়াশার চাদর সরিয়ে ঘুম ভাঙছে কলকাতাবাসীর। বৃহস্পতিতেও অব্যাহত পারদ পতন।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি আশেপাশে। আজ তা আরও কমল। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কমবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:Weather : নিম্নমুখী পারদ, তবে জাঁকিয়ে শীত এখনই নয় জানাল আবহাওয়া দফতর
মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে নভেম্বর মাসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরেই ছিল। গত বছরেও নভেম্বর মাসের তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি বছরের নভেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রির ঘরে নেমেছে। অর্থ্যাৎ ডিসেম্বরের শুরুতেই যে জাঁকিয়ে শীত অপেক্ষা করছে তা বলাই বাহুল্য।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী কয়েক দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। তবে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে।




































































































































