শিক্ষাসচিবের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য

0
4

শিক্ষাসচিব মণীশ জৈনকে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য । বুধবার অতিরিক্ত নিয়োগ মামলায় রাজ্যের শিক্ষাসচিবকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ হাইকোর্টে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বুধবার রাতে বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। সকালেই ডিভিশন বেঞ্চে বসিয়ে আবেদনের বিষয়টি  খতিয়ে দেখার আর্জি জানায় রাজ্য। দুপুর ১২টায় মামলার শুনানি হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।  প্রধান বিচারপতি সচিবালয় মারফত ই-মেইল করে আবেদন রাজ্যের।

আরও পড়ুন:রাজভবনে রাজ্যপালের তলবে বৈঠকে শিক্ষামন্ত্রী-শিক্ষাসচিব

প্রসঙ্গত, এসএসসি নিয়োগে শূন্যপদে  আবেদনের কৈফিয়ত চেয়ে শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় তাঁর হাজিরার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। সেই আবেসন গ্রাহ্যো হয়।

ইতিমধ্যেই হাইকোর্টে পৌঁছে গিয়েছেন শিক্ষাসচিব মণীশ জৈন। জনা যাচ্ছে, ডিভিশন বেঞ্চের তরফে আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের আবেদন সম্পর্কে অবগত করা হবে। ডিভিশন বেঞ্চ আবেদন পর্যালোচনা করবে।