নেইমারদের হয়ে গলা ফাটাতে ব্রাজিলের পতাকা গায়ে জড়িয়ে কাতার গেলেন মদন

0
1

ফুটবল ও ব্রাজিলের টানে কাতার বিশ্বকাপের শুরু থেকেই তাঁর দোহায় উড়ে যাওয়ার কথা। প্রথমে ঠিক ছিল, ২১ তারিখ কাতার পাড়ি দেবেন মদন। কিন্তু ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া বিধানসভার শীতকালীন অধিবেশনে উপস্থিত থাকার জন্য মদন মিত্রকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দিদির কথা উপেক্ষা করতে পারেননি অনুগত মদন।

পরিবর্তিত পরিস্থিতিতে ২৪ তারিখ কাতার যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের সাক্ষী থাকতে আজ, বৃহস্পতিবার ভোরের বিমানে কাতার উড়ে যান কামারহাটির তৃণমূল বিধায়ক।

আদ্যোপান্ত ব্রাজিল সমর্থক মদন মিত্র ব্রাজিলের একটি পতাকাকে একেবারে গায়ে জড়িয়ে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করেন। ব্রাজিলের খেলায় নেইমারদের হয়ে গলা ফাটাতে দেখা যেতে পারে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। জানা গিয়েছে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারে থাকতে পারেন তিনি।