পরপর তিনদিন উত্তাল বিধানসভা। বুধবার সারের দাম নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। বিধানসভায় হৈ হট্টগোল করে বিজেপি বিধায়কদের। অধিবেশন চলাকালীন এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,সার কেন্দ্রের নিয়ন্ত্রণে। আমি সারের দাম নিয়ে কেন্দ্র ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। আমরা সার পাচ্ছি না। আমাদের সঙ্গে যে চুক্তি ছিল, তারপরেও এক তৃতীয়াংশ পেয়েছি। এতে চাষীদের সমস্যা আছে। এরপর বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন,’বিরোধীদের বলব কেন্দ্রে মন্ত্রীকে বলুন।’ এরপর বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  বিধানসভায় তুমুল হৈ হট্টগোল, ব্যাহত শীতকালীন অধিবেশন

মুখ্যমন্ত্রী কক্ষ ছেড়ে বেরোতেই সারের কালোবাজারি ইস্যুতে বিজেপি বিধায়করা হৈ হট্টগোল শুরু করেন। উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর।  এদিন সারের ইস্যুতে আলোচনার প্রস্তাব দেয় বিজেপি। কিন্তু সেই প্রস্তাব যথাযথ না হওয়ায় তা খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরই বিধানসভা কক্ষে  হৈ হট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়করা।
সারের ইস্যুতে মুখ্যমন্ত্রীর উত্তর পাওয়ার পরও বিজেপির দাবি সারের কালোবাজারি নিয়ে আজকেই আলোচনা করতে হবে।  ফলে সোমবার, মঙ্গলবারের পরেও বুধবারও উত্তপ্ত হল রাজ্য বিধানসভা।





 
 
 
 
 































































































































