পুনর্বাসন না দিয়ে উচ্ছেদের বরাবরই বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) জমির পাট্টা বিলির অনুষ্ঠান থেকে ফের এই বিষয় নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। এদিন, চার হাজারের বেশি পরিবারকে পাট্টা বিলি করেন তিনি। সেখানে রাজ্যের ভূমিসচিব স্মারকি মহাপাত্রকে সমস্ত উদ্বাস্তু কলোনিগুলিকে চিহ্নিত করে বাসিন্দাদের পাট্টা দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কৃষিজ পাট্টা এবং বনভূমির পার্টনার সংখ্যা আরও বাড়ানোর কথাও বলেন মমতা।
“উদ্বাস্তুদের অধিকার আদায়ে লড়েছি”- এই মন্তব্য করে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার বুলডোজার দিয়ে উচ্ছেদের তীব্র বিরোধী। অনেক জায়গায় জাতীয় সড়ক সম্প্রসারণ, রেল ব্রিজ করার জন্য উচ্ছেদ করা হচ্ছে। গরিব মানুষকে পুনর্বাসন, ক্ষতিপূরণ না দিয়ে কোনওভাবেই উচ্ছেদ করা চলবে না। সরকার গরিব মানুষের পাশে আছে। মুখ্যমন্ত্রী কথায়, ”বুলডোজার দিয়ে উচ্ছেদ আমাদের নীতি নয়”।
পঞ্চায়েত ভোটের আগে জমির পাট্টা বিলি করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, পাহাড়ে পাট্টা জট কেটেছে। তিনি বলেন আড়াই লক্ষ মানুষকে জমির পাট্টা দেওয়া হয়েছে। কৃষি ক্ষেত্রে পাট্টা বাড়াতে হবে।







































































































































