সোনাগাছিতে টাকা-গয়না লুটের ঘটনায় আটক ৪ যৌ*নকর্মী

0
7

ফের সোনাগাছির নিষিদ্ধপল্লীতে সর্বস্ব লুটের ঘটনা। দুই ব্যক্তিকে রীতিমতো ডেকে এনে তাঁদের কাছে থাকা নগদ ও সোনার গয়না ছিনতাই করা হয়। এই ঘটনায় অভিযুক্ত চারজন যৌনকর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: ভাইফোঁটায় শ্রমজীবী ক্যান্টিনে বিমান, সোনাগাছিতে শাড়ি নিয়ে মদন, দিদির বাড়ি দিলীপ

গতকাল, সোমবার সন্ধ্যায় ফোন করে দুই ব্যক্তিকে ডেকে আনা হয় সোনাগাছিতে। শুধু তাই নয়, ওই দুই ব্যক্তির কাছ থেকে নগদ প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা ও সোনার গয়না লুট করে নেয় ৪ যৌনকর্মী!

বিপদে পড়ে ১০০ নম্বর ডায়াল করে লালবাজারে অভিযোগ দায়ের করেন ওই দুই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই সোনাগাছিতে যায় বড়তলা থানার পুলিশ।অভিযোগকারী দুই ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ৪ যৌনকর্মীকেও নিয়ে যাওয়া হয় থানায়।

তবে দুর্বার মহিলা সমন্বয় কমিটির তরফে জানানো হয়েছে, সোনাগাছির কাছেই দুর্গাচরণ স্ট্রিটে একটি সোনার দোকান রয়েছে। গতকাল সন্ধ্যায় সেই দোকানের মালিকের কাছ থেকে অনেক টাকা মূল্যের সোনা ছিনতাই করেছেন ৩-৪ জন যৌনকর্মী! চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা অবশ্য আগেও বহুবার ঘটেছে সোনাগাছিতে।