এসএসসি (SSC) ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) বর্তমানে আলিপুরের প্রসিডেন্সি জেলে (Presidency Jail) বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বেলের (Bail) জন্য অনেক চেষ্টা করেও তাঁর ঠাঁই সেই জেল। তবে বন্দি পার্থর একের পর এক আবদারে জেরবার জেল কর্তৃপক্ষ।

অসমর্থিত সূত্রে খবর, একদিকে যেমন খাবার থালায় পর্যাপ্ত মাছ-মাংসের আবদার জুড়েছেন, সেই সঙ্গে মোবাইল ফোনের (Mobile) বায়না জুড়েছেন। টিভির আবদারও রয়েছে সেই তালিকায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর স্নানের জন্য লম্বা সময় নিয়েও বিরক্ত জেল কর্তৃপক্ষ।
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পার্থ চট্টোপাধ্যায়ের সেল নম্বর-২’এর সামনে বড় প্লাস্টিকের ড্রামে জল রাখা হয়। এত দিন তিনি মগ দিয়ে ড্রাম থেকে জল নিয়ে স্নান করতেন। সম্প্রতি তিনি স্নান করিয়ে দেওয়ার জন্য একজনকে চাইছেন। যিনি ড্রাম থেকে জল নিয়ে তাঁর গায়ে ঢালবেন। তবে জেল কর্তৃপক্ষর বক্তব্য, পার্থবাবু শারীরিকভাবে অসক্ষম নয়। তিনি অসুস্থও নন। ফলে আইনিভাবে তাঁর জন্য এমন বন্দোবস্ত করা সম্ভব নয়।
জেল কর্তৃপক্ষের দাবি, বন্দিরা সকলেই সপ্তাহে তিনদিন দুপুরে আমিষ খাবার পান। সেক্ষেত্রে মাছ থাকলে দু-পিস এবং মাংস হলে মাথাপিছু চারপিস। কিন্তু পার্থবাবু তাঁর জন্য চার পিস মাছ ও ছয় পিস মাংস দিতে হবে বলে দাবি করছেন।
এদিকে মোবাইলের বায়নাও জুড়েছেন পার্থবাবু। সেটাও বেআইনি। জেলের নিয়মে, প্রত্যেক বন্দি জেল থেকে দশ মিনিট যে কোনও তিনটি নম্বরে ফোন করতে পারে। পার্থ চট্টোপাধ্যায় দুটি নম্বরে ফোন করেন। একজন তাঁর আইনজীবী, অন্যজন আত্মীয়।











































































































































