বৃষ্টির জন‍্য টাই ভারত-নিউজল‍্যান্ড তৃতীয় টি-২০ ম‍্যাচ, সিরিজ জয় ভারতের

0
1

বৃষ্টির জন‍্য টাই ভারত-নিউজল‍্যান্ড তৃতীয় টি-২০ ম‍্যাচ। এদিন ডাকওয়ার্থ-লুইসে ম‍্যাচে টাই ঘোষণা করা হল। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৬০ রান করে নিউজিল্যান্ড। সেই রানের জবাবে ভারত ৯ ওভারে তোলে ৭৫/৪। ম‍্যাচের সেরা মহম্মদ সিরাজ। সিরিজ সেরা সূর্যকুমার যাদব। তৃতীয় ম‍্যাচ টাই হলেও, কিউয়দের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের।

প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়। পরের ম্যাচ জেতে ভারত। শেষ ম্যাচ হল টাই। শেষ ম‍্যাচ টাই হলেও সিরিজ জিতে নিল ভারত। অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার প্রথম বড় সিরিজ জয়। এর আগে তাঁর নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল ভারত।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৬০ রান করে কিউয়িরা। কিউয়িদের হয়ে ৫৯ রান করে কনওয়ে। ৫৪ রান করেন গ্লেন ফিলিপস। ভারতের হয়ে চারটি করে উইকেট নেয় মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং। একটি উইকেট নেন হর্ষল প‍্যাটেল।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১০ রানে আউট হন ইশান কিষান। ১১ রান করেন ঋষভ পন্থ। ১৩ রান করেন সূর্যকুমার। ৩০ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন:২০২৪ টি-২০ বিশ্বকাপে বড় নিয়ম আনল আইসিসি