২০২৪ টি-২০ বিশ্বকাপে বড় নিয়ম আনল আইসিসি

0
1

২০২৪ টি-২০ বিশ্বকাপে বড় নিয়ম আনল আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় হবে ২০২৪ টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন করল আইসিসি। শুধু গ্রুপ পর্বে জিতলেই হবে না,  খেলতে হবে সুপার ৮। ২০২১ এবং ২০২২ সালে সুপার ১২ পর্বে খেলত দলগুলি, সেখান থেকে সেমিফাইনালে উঠত চারটি দল।

এদিন আইসিসির নতুন নিয়মে বলা হয়েছে, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ খেলবে ২০টি দল। সব ক’টি দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। এই গ্রুপগুলি থেকে দু’টি করে দল উঠবে সুপার ৮ পর্বে। সেখানে দলগুলিকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। আবার একে অপরের বিরুদ্ধে খেলবে দলগুলি। সেখান থেকে সেমিফাইনালে উঠবে চারটি দল।

২০২৪ সালে টি-২০ আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। সেই কারণে এই দু’টি দল পরের বিশ্বকাপে খেলবে। আরও ১০টি দলও যোগ্যতা অর্জন করে ফেলেছে শেষ টি-২০ বিশ্বকাপের পর। বাকি ৮টি দল যোগ্যতা অর্জন পর্বে খেলে আসবে।

আরও পড়ুন:অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করছে ফ্রান্স, এমবাপে-জিরুঁ জুটিতে আস্থা রাখছেন দেশঁ