পুরসভার কাজে গতি আনতে তৈরি হবে মিউনিসিপাল ক্যাডার, বিধানসভায় জানালেন ফিরহাদ হাকিম

0
3

পুরসভার কাজে গতি আনতে তৈরি করা হবে মিউনিসিপাল ক্যাডার। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।সোমবার প্রশাসনিক বৈঠকে পুরসভার কাজ নিয়ে অসন্তোষের কথা সরাসরি পুরমন্ত্রীকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে শহরের একাধিক জায়গায় ঠিক মতো পুরসভা কাজ করছে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই তারপরেই মঙ্গলবার বিধানসভার অধিবেশনে পুরমন্ত্রী মিউনিসিপাল ক্যাডার তৈরি করার কথা জানান।

তিনি বলেন, এই মিউনিপাল ক্যাডারদের মাধ্যমেই পুরকাজে গতি আনা হবে।কারা থাকবেন এই পদে ? মন্ত্রী জানান, দক্ষ লোকেদের নিয়ে তৈরি করা হবে এই মিউনিসিপাল ক্যাডার। তাঁরা পুরসভার কাজে গতি আনবেন।এমনকী মেয়র নিজে আজ প্রিন্সেপ ঘাট পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে নিজের হাতে কাগজের কাপ তুলে ফেলেন তিনি। একাধিক জায়গা ময়লা পড়ে থাকতে দেখে পুরকর্মীদের কাজ নিয়ে নিজের অসন্তোষের কথা জানান ফিরহাদ। তিনি অভিযোগ করেছেন, ঠিক মতো কাজ করছেন না পুর আধিকারিকরা। তারপরেই বিধানসভায় এই নতুন পদ তৈরির কথা ঘোষণা করেন তিনি।