রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে পারেন মোদি, কেন বললেন ফারুক আবদুল্লা

0
1

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ভারতীয় প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা করেছে অংশগ্রহণকারী দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। এই পরিস্থিতিতে, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা মন্তব্য করলেন, রুশ-ইউক্রেন যুদ্ধ এবার থামানো দরকার। এই যুদ্ধের ফলে বিশ্বের মারাত্মক ক্ষতি হচ্ছে। এবং এই যুদ্ধ একমাত্র নরেন্দ্র মোদিই বন্ধ করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ বৃষ্টির জন‍্য টাই ভারত-নিউজল‍্যান্ড তৃতীয় টি-২০ ম‍্যাচ, সিরিজ জয় ভারতের

ফারুক আবদুল্লা বলেন, ‘আমি মনে করি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।’ তার মতে, যুদ্ধ থামাতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে পারেন একমাত্র মোদিই।
আসলে, আবদুল্লাহ ভারত-পাক আলোচনা অবিলম্বে শুরু করার পক্ষপাতি। শুধু তিনিই নন, কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দলই চায় সন্ত্রাস বন্ধ হোক। খুলে দেওয়া হোক দু দেশের দরজা। কিন্তু কেন্দ্রীয় সরকার নারাজ। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দিন পনেরো আগে কাশ্মীরে গিয়ে বলে আসেন, কেন্দ্র কাশ্মীরের যুবকদের সঙ্গে কথা বলতে চায় পাকিস্তানের সঙ্গে নয়। এর জবাবে ফারুক গতকাল বলেন, কাশ্মীরের যুবকদের সঙ্গে তো আমাদের কোনও শত্রুতা নেই। আছে পাকিস্তানের সঙ্গে। আলোচনায় সব মিটে যেতে পারে।