জল্পনার অবসান, ম‍্যানইউর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ রোনাল্ডোর

0
2

জল্পনার অবসান। ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে মুখ খোলার জের। ম‍্যানইউর সঙ্গে পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মঙ্গলবার রাতে সরকারিভাবে জানিয়ে দিল ম‍্যানইউ। এদিন রেড ডেভিলসদেল পক্ষ থেকে বলা হয়, ম‍্যানইউর সঙ্গে পারস্পরিক চুক্তিতে ক্লাব ছাড়ছেন সিআরসেভেন।

এদিন একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ম্যানইউ। তাতে ম‍্যানইউর পক্ষ থেকে বলা হয়, “ক্লাবের সঙ্গে মৌখিক ভাবে বিচ্ছেদ হচ্ছে রোনাল্ডোর। ওল্ড ট্র্যাফোর্ডে দুই পর্বে রোনাল্ডো যে অবদান রেখেছেন, তার জন্যে তাঁকে অনেক ধন্যবাদ।” এই বিবৃতিতে এটাও বলা হয়েছে, এরিক টেন হ্যাগের অধীনে ম্যানইউ আগামী দিনে উন্নতির দিকে এগিয়ে যাবে।

রোনাল্ডোর সঙ্গে যে ক্লাবের বিচ্ছেদ হতে চলেছে, তা ছিল একপ্রকার নিশ্চিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ক্লাবের কিছু কর্মকর্তা এবং কোচ এরিক টেন হ্যাগের। রোনাল্ডো বলেছিলেন হ‍্যাগ সম্মান করে না তাকে। এরপরই তোলপাড় হয়ে ওঠে ফুটবল বিশ্ব। এই সাক্ষাৎকার প্রকাশ‍্যে আসার পরই ম‍্যানইউর পক্ষ থেকে বলা হয়েছিল, এই ঘটনাটি তদন্ত করে দেখবে ম‍্যানইউ ক্লাব। আর তারপরই মঙ্গলবার অর্থাৎ আজ ক্লাব এই সিদ্ধান্ত জানায়।

এই মুহূর্তে কাতারে বিশ্বকাপের প্রস্তুতি রোনাল্ডো। ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে পর্তুগাল। তার আগে এই ঘটনায় রীতিমতো তোলপাড় ফুটবল বিশ্ব।

আরও পড়ুন:নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেরা হয়ে কী বললেন SKY?