শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা: বেসরকারি ডিএলএড কলেজগুলিকে তলব শুরু ইডি-র

0
1

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মামলায় বেসরকারি DLED কলেজগুলির কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখতে চাইছে ইডি। সেই কারণেই মঙ্গলবার থেকে বেসরকারি ডিএলএড কলেজগুলির কর্তৃপক্ষকে তলব করা শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। এদিন, সকালে একাধিক ডিএলএড কলেজ কর্তৃপক্ষ ইডি-র দফতর সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজির হয়। সঙ্গে প্রয়োজনীয় নথি।

ইডি সূত্রে খবর, প্রথম পর্যায়ে ৫০টি কলেজের কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে। সেই অনুযায়ী এদিন সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হন রাজ্যের একাধিক বেসরকারি ডিএলএড কলেজের প্রতিনিধিরা।

কত জন পড়ুয়া অফলাইনে ভর্তি হয়েছিলেন? তাঁদের টাকা দিতে হয়েছিল কি না? যাঁরা টাকা দিয়েছিলেন, তাঁদের কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কি না? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ ছাড়াও ধৃত মানিক ভট্টাচার্যের পুত্র শৌভিকের সংস্থা ৫৩০টি বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ থেকে এককালীন পঞ্চাশ হাজার টাকা করে নিয়েছিল বলে অভিযোগ। সেই বিষয় নিয়েও কলেজগুলির কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।