পরিত্যক্ত আবাসন থেকে তরুণীর দেহ উদ্ধারে চাঞ্চল্য এন্টালিতে

0
2

তরুণীর রহস্যমৃ*ত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কলকাতার এন্টালি (Entali) থানায় এলাকায়। মঙ্গলবার সকালে পরিত্যক্ত আবাসন থেকে অঞ্জলি কুমারী (Anjali Kumari) নামে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে এই অস্বাভাবিক মৃ*ত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ (Police)।

লালবাজার সূত্রে খবর, আদতে বিহারের (Bihar) বাসিন্দা অঞ্জলি কুমারী কী ভাবে এবং কার সঙ্গে কলকাতায় এসেছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখাও। ইতিমধ্যে ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। যদিও অভিযুক্তদের নাম এখনই জানাতে চায়নি পুলিশ। সূত্রের খবর, চিকিৎসার জন্য বিহারের পূর্ব চম্পারনের মধুবনি থেকে কলকাতায় এসেছিলেন অঞ্জলি। অভিযুক্তরাও বিহারের বাসিন্দা। তাঁরা তরুণীর পূর্ব পরিচিত বলে পুলিশ সূত্রে খবর।