বিশ্বকাপ যার হাতেই উঠুক কামড় বসাতে পারেন আপনিও!

0
5

মিষ্টি আর ফুটবল- এই দুটোই হল বাঙালির সিগনেচার। বিশ্বকাপ ফুটবল (World Cup Football) মিলিয়ে দিল এই দুটোকেই। এবার কাতারের ৩২টি দেশের লড়াইয়ে বিশ্বকাপ আপনার হাতে থুড়ি আপনার পাতে পড়বে। নলেন গুড়ের বিশ্বকাপ কেক-সন্দেশ (Cake)। খেলা দেখছেন আর আর খাচ্ছেন।

ম্যাচ জিতে বিশ্বকাপ দুহাত দিয়ে তুলে ধরে চুমু খাচ্ছেন অধিনায়ক থেকে ফুটবলাররা। এ দৃশ্য সবার দেখা। এবার সেই কাজ করতে পারেন আপনিও। তবে শুধু ঠোঁট ছোঁয়ানো নয়, কামড় বসাতে পারেন বিশ্বকাপে। FIFA বিশ্বকাপের উত্তাপ বাড়তে শহরে তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে নলেনগুড়ের কেক। ইতিমধ্যেই চাহিদা তুঙ্গে। IAF-র তরফে অর্ডার দেওয়া হয়েছে। অর্ডার দিয়েছে অনেক সরকারি থেকে বেসরকারি অফিস। কেউ সেলফি তুলছেন। আবার এই কেক নিয়েই কেউ তৈরি করছেন রিল। টিভিতে খেলা আর ধীরে ধীরে ফ্রিজ থেকে বার করে বিশ্বকাপ খাওয়া– এই অভিজ্ঞতা ছাড়তে চাইছেন না অনেকেই।

বিশ্বকাপে ভারতীয় ফুটবল দল নেই। কিন্তু শীতের আমেজে নলেন গুড়ের বিশ্বকাপ কেক-সন্দেশ তারিয়ে তারিয়ে উপভোগ করতে চাইছে কলকাতা। প্রায় ১ ফুট লম্বা এই কেক-সন্দেশ। ওজন ১ কিলোগ্রাম। পাওয়া যাচ্ছে কলকাতার প্রসিদ্ধ মিষ্টির দোকানে। ১ কেজি বিশ্বকাপের দাম ৭০০ টাকা। কম দামেরও আছে। সবার সাধ্যের মধ্যে রাখতে ৩০ টাকার ছোটো বিশ্বকাপ বানানো হবে বলে জানান মিষ্টির বিক্রেতা। বিশ্বকাপ যার হাতেই উঠুক আর্জেন্টিনা-ব্রাজিল-পর্তুগাল-ইংল্যান্ড-ইটালি বা ফান্স, কামড় বসাতে পারবেন কলকাতাবাসী।

আরও পড়ুন- বিশ্বকাপ উদ্বোধনের মঞ্চে নজর কাড়লেন গনিম, কেন জানেন ?