দুরন্ত ইনিংস সুদীপ-অভিমূন‍্যর, সার্ভিসেসকে ৪৭ রানে হারাল বঙ্গ ব্রিগেড

0
1

বিজয় হাজারে ট্রফিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার। সোমবার সার্ভিসেসকে হারাল ৪৭ রানে। বাংলার হয়ে দুরন্ত ইনিংস অধিনায়ক অভিমূন‍্য ইশ্বরন এবং সুদীপ ঘরামীর। ১৬২ রান করেন সুদীপ। ১২২ রান করেন অভিমূন‍্য। সার্ভিসেসের বিরুদ্ধে ব‍্যাট করতে নেমে ৪২৬ রান করে বঙ্গ ব্রিগেড।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সার্ভিসেস। প্রথমে ব‍্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪২৬ রান করে অভিমন্যু ঈশ্বরনরা। বাংলার হয়ে ১২২ রান করেন অভিমূন‍্য। ১৬২ রান করেন সুদীপ। ৫৯ রান করেন শাহবাজ আহমেদ। ৩১ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়।

জবাবে ব‍্যাট করতে নেমে ৩৭৯ রানে শেষ হয়ে যায় সার্ভিসেসের ইনিংস। সার্ভিসেসের হয়ে শুভম রোহিল্লা করেন ৫৭ রান। রজত পালিওয়াল করেন ৬৫ রান। অর্জুন শর্মা করেন ৭৫ রান। ৫১ রান করেন অনশুল গুপ্ত। দেবেন্দ্র লোচাব করেন ৫৮ রান। বাংলার হয়ে চার উইকেট নেন শাহবাজ আহমেদ। তিন উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক। একটি উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:ফের বিস্ফো*রক রোনাল্ডো, বললেন, ‘আমাকে নিয়ে বাইরের লোকজন কী ভাবল, সেটা নিয়ে আমার কিছু যায় আসে না’