ফের ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প! বাড়ছে মৃ*তের সংখ্যা

0
3

ফের ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia)। তবে শেষ খবর অনুযায়ী, ভূমিকম্পে মৃ*ত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। আহত হয়েছেন ৭০০-এরও বেশি মানুষ। ইতিমধ্যে তাঁদের স্থানীয় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। এদিকে ভূমিকম্পের জেরে ভেঙে গিয়েছে সিয়ানজুর (Sianzur) এলাকায় বহু ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ইসলামিক স্কুলও (Islamic School)। এদিন জাকার্তা (Jakarta) থেকে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার সকালে ভূমিকম্পের উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরে সিয়ানজুর শহর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৬। ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার। তবে আপাতত সুনামির (Tsunami) কোনও সম্ভাবনা নেই।

সোমবারই ভূমিকম্পের কিছু ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বেশ কিছু বহুতল বিল্ডিং ভেঙে পড়ছে। তবে বিপদ এখনও পুরোপুরি কাটেনি। অন্যদিকে ভূমিকম্পের পর আফটারশক (After Shock) থাকে। সেই রকম আফটারশকের আশঙ্কা থাকছেই।

কয়েকদিন আগেও কম্পন অনুভূত হয়েছিল ইন্দোনেশিয়ায়। গত শুক্রবার সে দেশে ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৯। তবে সেভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। ভূমিকম্পের উৎসস্থল ছিল ইংগানোর কাছে।