ফের ব‍্যাটে আগুন ঝরালেন সূর্যকুমার যাদব

0
3

ফের ব‍্যাটে আগুন ঝরালেন সূর্যকুমার যাদব। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫১ বলে ১১১ রানে অপরাজিত তিনি। একই সঙ্গে ক্রিকেটের ছোট ফর্ম‍্যাটে ১৩ তম অর্ধশতরান হয়ে গেল SKY-এর। তাঁর ঝড়ো ব‍্যাটিং-এর সুবাদে ৬৫ রানে জয় পায় ভারত।

আবারও বিধ্বংসী ইনিংস সূর্যকুমার যাদবের। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ফের জ্বলে উঠলেন সূর্য। কিউয়ি বোলারদের মেরে ফের পরিচিত ফর্মে ভারতের মিডল অর্ডার ব্যাটার। মূলত তাঁর ব্যাটে ভোর করেই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড় গড়ে ভারত।

এদিন বিরাট কোহলি-রোহিত শর্মাদের অনুপস্থিতি বুঝতেই দিলেন না সূর্য। বে ওভালে দারুণ ব্যাট করে গেলেন তারকা ব্যাটার। টি-২০ বিশ্বকাপেও ছন্দে ছিলেন তিনি। আবারও বুঝিয়ে দিলেন কেন তাঁকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান বলা হয়।

৬৯ রানে ২ উইকেট পরে যাওয়ার পর মাঠে নামেন সূর্য। প্রথমে শ্রেয়াস আইয়ার, তারপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ে তোলেন স্কাই। টিম সাউদি হ্যাটট্রিক না করলে আরও বড় রান করতে পারত টিম ইন্ডিয়া। সূর্যকুমারের ইনিংসে ছিল ১১টা চার আর সাতটা বিশাল ছক্কা। স্ট্রাইক রেট ২১৭.৬৫।

আরও পড়ুন:আজ শুরু বিশ্বকাপ, প্রথম ম‍্যাচে মুখোমুখি কাতার-ইকুয়েডর