নিউজিল্যান্ডকে হারিয়ে দলের প্রশংসায় হার্দিক

0
3

রবিবার ছিল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম‍্যাচ। এই ম‍্যাচে কিউয়িদের ৬৫ রানে হারিয়েছে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংসের সুবাদের ১৯১ রান করে টিম ইন্ডিয়া। আর ম‍্যাচ শেষেই সূর্যের প্রশংসা করলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বললেন, সূর্য বিশেষ ইনিংস খেলেছে।

এদিন সাংবাদিক সম্মেলনে পান্ডিয়া বলেন,” সূর্য বিশেষ ইনিংস খেলেছে। এরকম ইনিংস মাঠে বসে দেখার ভাগ্য সব সময় হয় না। আরও একবার সূর্য দেখাল, ও কত বড় মানের ব্যাটার।”

সূর্যকুমারের পাশাপাশি বোলারদেরও প্রশংসা করেন হার্দিক। তিনি বলেন,” বোলাররা খুব ভাল বল করেছে। প্রতি বলে উইকেট নেওয়ার চেষ্টা করছিল। প্রতি বলেই তো আর উইকেট আসবে না। কিন্তু আক্রমণাত্মক মানসিকতাটাই আসল। বল ভিজে যাচ্ছিল। ভেজা বল নিয়ন্ত্রণ করা সহজ নয়। বোলাররা সেটা করে দেখিয়েছে।”

আরও পড়ুন:আজ থেকে শুরু বিশ্বকাপ, কে হবে চ‍্যাম্পিয়ন? চলছে ভবিষ্যৎবানী, এগিয়ে কারা? দেখে নেওয়া একনজরে