টি-২০ বিশ্বকাপে সম্প্রতি ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের মুখোমুখি হয়েছে। আর সেই ব্যর্থতার প্রভাব ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে।
জানা গিয়েছে, পাঁচ সদস্যের নির্বাচক কমিটিকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। এই বরখাস্ত হওয়া নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার চেতন শর্মা। এছাড়া বাকি সদস্যেরা হলেন সুনীল যোশী, দেবাশিষ মোহান্তি, হরবিন্দর সিং। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা সম্ভবত এই প্রথমবার ঘটল। যেখানে দলের খারাপ পারফরম্যান্সের কোপ নির্বাচকদের উপর গিয়ে পড়ল এবং ঘটনাটি নিয়ে আপাতত গোটা ক্রিকেট বিশ্ব স্তম্ভিত।
শুক্রবার বিকেলে বোর্ডের ওয়েবসাইটে জাতীয় নির্বাচক চেয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে লেখা হয়েছে, পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসাবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা, বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ১০টি এক দিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে। অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনও ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না। ২৮ নভেম্বর সন্ধে ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।







































































































































