নদিয়ার কৃষ্ণনগরে (Krishnanagar) দু*ষ্কৃতীদের তাণ্ডব। এলাকায় মুহুর্মুহু বো*মাবাজির ঘটনার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ায়। শুক্রবার রাতে নগেন্দ্রনগরে (Nahendranagar) একদল দু*ষ্কৃতী এলাকায় তাণ্ডব চালায় ও বো*মাবাজি করে বলে অভিযোগ। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। রাত থেকেই থমথমে এলাকা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের (TMC) এক কর্মীর জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলা চালানোর অভিযোগ দু*ষ্কৃতীদের বিরুদ্ধে। রাতেই ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ (Kotwali Police Station)। তবে কারা হামলা চালিয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। কৃষ্ণনগর যুব তৃণমূলের শহর সভাপতি কৌশিক বিশ্বাস (Kaushik Biswas) অভিযোগ করছেন যে তৃণমূল কর্মীর জন্মদিনের অনুষ্ঠান ভেস্তে দেওয়ার পরিকল্পনাই ছিল দু*ষ্কৃতীদের। শুক্রবার রাতের পর শনিবার সকালেও এলাকা থেকে দুটি তাজা বো*মা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।







































































































































