ব্যাটিং শুরু শীতের! কবে রাজ্যজুড়ে জাঁকিয়ে ঠাণ্ডা?

0
1

কালীপুজার পর থেকেই রাজ্যে শীতের শিরশিরানি অনুভব করছেন বঙ্গবাসী। নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ। গত রবিবার থেকে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। একাধিক জেলায় ব্যাটিং শুরু করেছে শীত। আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে বাংলার জন্য কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রাও শুষ্ক থাকবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এছাড়া রাতের তাপমাত্রাতেও বড়সড় পারদপতনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:Weather Update : হালকা কুয়াশায় বাংলায় শীতের স্পেল, সপ্তাহান্তে নামতে পারে পারদ !

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রার পরিবর্তন তেমন একটা না হলেও পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, ২২ তারিখের পর থেকে গোটা নভেম্বরেই বঙ্গজুড়ে ভালোই ঠাণ্ডা উপভোগ করবেন রাজ্যবাসী। তবে আগামী এক সপ্তাহে  উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধু পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং-সহ দু এক জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।