ভারত জোড়ো যাত্রায় রাহুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! বাড়ল নিরাপত্তা

0
2

প্রাক্তন কংগ্রেস সভাপতি (Former Congress President Rahul Gandhi) রাহুল গান্ধীকে খু*নের হুমকি। ভারত জোড়ো (Bharat Jodo Yatra) যাত্রা চলাকালীনই এবার বোমা মেরে রাহুলকে উড়িয়ে দেওয়ার হুমকি (Threat) চিঠি। মধ্যপ্রদেশের ইন্দোর পুলিশের হাতে এমনই একটি বেনামি হুমকি চিঠি এসে পৌঁছেছে। আর ওই হুমকি চিঠিতে বলা হয়েছে, রাহুল ইন্দোরে পা রাখলেই তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। বাবার মতোই পরিণতি হবে ছেলের। তবে শুধু রাহুলই নন, হুমকির মুখে পড়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও (Kamal Nath)। এদিকে হুমকি চিঠি পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে রাহুলের।

পুলিশ সূত্রে খবর, ইন্দোরের একটি মিষ্টি দোকানে চিঠিটি পাওয়া যায়। তবে চিঠিটি কে বা কারা লিখেছে তা এখনও পরিষ্কার নয়। ইতিমধ্যে বিষয়টির তদন্ত (Investigation) শুরু করেছে ইন্দোর পুলিশ (Indore Poilice)। এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শুক্রবার ভারত জোড়ো যাত্রার ৭২ তম দিন। এদিন মহারাষ্ট্রের বালাপুর থেকে শুরু হয়েছে যাত্রা। অন্যান্য দিনের মতো এদিনও হাঁটতে হাঁটতেই স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় সোনিয়া তনয়কে। প্রায় আড়াই মাস ধরে চলছে রাহুলের ভারত জোড়ো যাত্রা। তামিলনাড়ু থেকে শুরু হয়ে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পেরিয়ে যাত্রা আপাতত মহারাষ্ট্রে। সেখানে পা দিয়েই হুমকি চিঠি পেলেন রাহুল। আগামী ২৪ নভেম্বর ইন্দোরের খালসা স্টেডিয়ামেই রাত্রিবাস করার কথা কংগ্রেস নেতার। তবে এমন চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতাদের উদ্বেগ বাড়ছে।