কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নির্দেশ মেনে নিয়োগ শুরু করল পর্ষদ। শুক্রবার সকালে ইন্টারভিউ দিতে পর্ষদের অফিসে পৌঁছন ৯২ জন প্রার্থী। এদিন পর্ষদের দফতর আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলে ইন্টারভিউ ও ভেরিফিকেশন (Verification) পর্ব।

গত ১৬ নভেম্বর পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ৯২ জন চাকরিপ্রার্থীকে যাবতীয় শংসাপত্র নিয়ে নির্ধারিত সময়ে হাজির থাকতে বলা হয়েছিল। উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষায় প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলে ৬ নম্বর কম পাওয়ার জন্য যাঁরা সেই সময় টেট উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের প্রত্যেককে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে প্রশ্নপত্রে ভুলের বিষয়টি হাইকোর্টে স্বীকার করে নেয় পর্ষদ। পরে আদালতের নির্দেশ মেনেই পর্ষদ এই চাকরিপ্রার্থীদের নম্বর বাড়িয়ে দেয়। গত ২৬ সেপ্টেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৯২ জনের ইন্টারভিউ নেওয়ার জন্য পর্ষদকে নির্দেশ দেন। সেই নির্দেশ মতোই শুক্রবার ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করে পর্ষদ।
তবে পর্ষদের তরফে জানানো হয়েছে, ৯২ জনের নিয়োগ প্রক্রিয়া যাতে সুষ্ঠভাবে ও স্বচ্ছভাবে হয়, তার সবরকম ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ইন্টারভিউ প্রক্রিয়ার অডিয়ো ও ভিডিয়ো রেকর্ড করার ব্যবস্থা করা হয়েছে। তবে সঠিক সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া যাতে শেষ হয় সে দিকেও কড়া নজর রাখছে পর্ষদ।











































































































































