কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার সোনা। অভিযুক্তের নাম শেখ কাউসার। দমদম বিমানবন্দর সূত্রে খবর, একটি বিমানে দোহা থেকে কলকাতায় আসে শেখ কাউসার। বিমানবন্দরে অবতরণের পর তাঁকে খুব নার্ভাস লাগছিল। এরপরই সন্দেহ হয় শুল্কদফতরের আধিকারিকদের। তাঁকে আটক করে তল্লাশি চালাতেই পাওয়া যায় সোনা। মোজায় লুকিয়ে ৩৯৯.৪৬ গ্রামের সোনার পেস্ট। ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য ২১ লক্ষ ৩৯ হাজার টাকা।

তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। কোথায় থেকে কী উদ্দেশে সোনা আনা হচ্ছিল? কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত? কিন্তু কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি কাউসার। তবে সোনা
আটক করলেও তাঁকে গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, এই প্রথম নয়। চলতি মাসের ১২ তারিখ এক বিমানযাত্রীর কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক বাজারমূল্য ৮৭ লক্ষ টাকা। ওই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়।










































































































































