শতরান অনুষ্টুপের, বিজয় হাজারে ট্রফিতে পুদুচেরিকে ৮ উইকেটে হারাল বাংলা

0
3

বিজয় হাজারে ট্রফিতে আবারও জয়ের রাস্তায় ফিরল বাংলা। তৃতীয় ম‍্যাচে মহারাষ্ট্রের কাছে হারের পর বৃহস্পতিবার পুদুচেরির বিরুদ্ধে ৮ উইকেটে জিতল অভিমূন‍্য ইশ্বরনের দল। বাংল‍ার হয়ে দুরন্ত ব‍্যাটিং অনুষ্টুপ মজুমদারের। শতরানে অপরাজিত তিনি। বাংলার হয়ে দুরন্ত বোলিং শাহবাজ আহমেদ এবং গীত পুরির।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমূন‍্য ইশ্বরন। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৯৭ রান তোলে পুদুচেরি। পুদুচেরির হয়ে সর্বোচ্চ রান পরস ডোগরার। ৬৩ রান করেন তিনি। ২৬ রান করেন জয় পান্ডে। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ এবং গীত পুরি। দুটি করে উইকেট নেন প্রদীপ্ত প্রামানীক এবং মুকেশ কুমার।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় বাংলা। বাংলার হয়ে দুরন্ত ইনিংস অনুষ্টুপ মজুমদারের। শতরানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৫৬ রান করেন সুদীপ ঘরামি। ৩২ রানে অপরাজিত মনোজ তিওয়াড়ি।

আরও পড়ুন:দ্রাবিড়কে খোঁচা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর