অসম, ত্রিপুরার পর এবার তৃণমূলের (TMC) নজরে উত্তর-পূর্ব ভারতের মেঘালয়। সেখানে সামনে বিধানসভা নির্বাচন। সংগঠন মজবুত করার লক্ষ্যে আজ বিকেলে মেঘালয় (Meghalaya) যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মেঘালয়ের তুরাতে তৃণমূলের কার্যালয়ের উদ্বোধনও করবেন তিনি।

এক নজরে অভিষেকের সফরসূচি
• বৃহস্পতিবার বিকেলের বিমানে রওনা দেবেন অভিষেক।
• রাত আটটা তুরাতে শুক্রবার তৃণমূলের কার্যালয়ের উদ্বোধন
• শুক্রবার সকাল 11 টায় চার্চের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন
• বেলা সাড়ে বারোটায় তুরার ল’ কলেজের মাঠে জনসভা।
• দুপুর আড়াইতে সাংবাদিক বৈঠক।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরেই অভিষেক জানিয়েছিলেন, শুধুমাত্র অন্য রাজ্যে দু-একটা সিট পাওয়াই নয়, বাংলার বাইরে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য। সেই মতো ত্রিপুরা, অসম, গোয়া-সহ বিভিন্ন জায়গায় সংগঠন মজবুত করেছে তৃণমূল। এবার লক্ষ্য মেঘালয়। সেখানে বিধানসভায় এই মুহূর্তে বিরোধীদল তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে দলের কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার কলকাতায় ফিরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মেঘালয়ে রাজনৈতিকভাবে নিজেদের শক্তিশালী বলে মনে করছে তৃণমূল। বিরোধী দল থেকে ক্ষমতায় আসাই এবার লক্ষ্য। এর আগেও একাধিকবার মেঘালয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবারের সফরে বিধানসভা ভোটকে নজরে রেখে সংগঠনকে ঢেলে সাজানোর সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।










































































































































