মিজোরামের(Mizoram) পাথরখাদানে ধসের ঘটনায় আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। বুধবার মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং ক্ষতিগ্রস্তদের মাথাপিছু ৫০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার প্রধানমন্ত্রী টুইট করে জানান, ” প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মিজোরামে ধসের ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং ক্ষতিগ্রস্তদের মাথাপিছু ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। ”
উল্লেখ্য, সোমবার বিকেলে হঠাৎই ধস নামে দক্ষিণ মিজোরামের হানথিয়াল জেলার এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের পাথর খাদানে। সূত্রের খবর, কর্মীরা মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে আসার পরই পাথর খাদানের ছাদ ধসে পড়ে। ধসের জেরে মৃত্যু হয় ১২ জন শ্রমিকের। এদের মধ্যে ৫ জন বাংলার বলে জানা গেছে।
ঘটনায় টুইট করে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত শ্রমিকদের দেহ ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি। তাঁদের পরিবারকে উপযুক্ত সাহায্য করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।









































































































































