নিজে হাতে খুন করার পর প্রফেশনাল কিলারদের (professional k*iller)মতো ঠাণ্ডা মাথায় প্রেমিকার দেহ টুকরো করেও নির্বিকার আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Amin Poonawala)। মার্কিন টিভি সিরিজ ‘ডেক্সটার’কেও (Dexter)ছাপিয়ে গিয়েছে আফতাবের (Aftab Amin Poonawala)কীর্তি। এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে শ্রদ্ধাকে (shraddha walker)খু*ন করার পর একাধিক নারীর সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ করেন আফতাব। তাঁদের সঙ্গে দেখাও করেন তিনি। শুধু তাই নয় নিজেরই ফ্ল্যাটে তাদের সঙ্গে যৌ*ন সম্পর্কেও জড়িয়েছিলেন আফতাব বলে জানা যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, শ্রদ্ধাকে খু*ন করার পর একাধিক নারীর সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ করেন অভিযুক্ত আফতাব। নিজেরই ফ্ল্যাটে তাঁদের সঙ্গে যৌ*ন সম্পর্কেও জড়িয়েছিল তিনি বলে জানা যাচ্ছে। সেই সময় ফ্ল্যাটের এক কোণে দাঁড়িয়ে থাকা ফ্রিজেই ছিল শ্রদ্ধার দেহের টুকরো। জেরায় আফতাব জানিয়েছে, শ্রদ্ধা তাঁর ওপর বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। এদিকে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছে, শ্রদ্ধার সঙ্গে সম্পর্কে থাকা সত্ত্বেও ডেটিং অ্যাপ ব্যবহার করে চলছিল আফতাব। যা নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য লেগেই থাকত। দিল্লি পুলিশ (Delhi Police) আফতাবের প্রোফাইলের বিশদ বিবরণ পেতে অ্যাপকে চিঠি লিখতে পারে বলে জানা গিয়েছে ।খু*নের নেপথ্যে তৃতীয় কোনও ব্যক্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই শ্রদ্ধার দেহের ১২টি টুকরো উদ্ধার করেছে পুলিশ।







































































































































